যাক সব স্মৃতি হয়ে যাক
তুমি, আমি, আমাদের সিলভ্যান প্রেম,
কাছে আসার কেমিক্যাল গল্প,
হাতে হাত রেখে হাটা ক্ষণিকের গলিপথ,
অথবা দু-কামরার ছোট্ট ফ্লাটে
আমাদের নাগরিক গেরস্তিপনার সপ্ন
যা কিছু মনে আছে, অথবা যা মনে নেই
সব স্মৃতি হয়ে যাক।
তারপর কোন একদিন
খুব ভুল বুঝে দুজনেই ভুলে যাব
কে কবে ছিলেম কার ।
আর খুব যদি প্রয়োজন হয় কখনো আবার,
না হয় ওলটাবো ফটোঅ্যালবাম,
জঙধরা চাবি হাতরে
না হয় খুলে বসব স্মৃতির টেরাঙ ।।