যে চন্দ্রবিন্দু’র দিকে এগিয়ে যাচ্ছে সময়। তার আঙ্গিনায় ফুটে আছে রক্তজবা। যেন আগুন ঝরছে কোমল। হুইসেল বাজিয়ে যায় পাহাড়ী ট্রেন। চাকা করছে বিদ্রোহ পৃথিবীর নাভি’র বিরুদ্ধে।
যেন সময় খেলছে ঘেমে, হৃদয়ঘাতী কোমল কঠোরতা হয়ে।
এসো সাঙ্গ হোক দ্বিচারিতা। হেঁটে চলি আলপথ ধরে।
…… সহজ যাপন দিকে এখানে।