কান্দিস নারে স্বপ্না।
কান্দিলে কি ভাত আইব?
না আইব বাড়ি ভাড়া।
মুদি দোকানদার তো গতরডা চাইতাছে।
শুবি না তো শুধবি ক্যামনে বাকীর খাতা।
এতগুলা পোলা-মায়া, জামাইডাও বদমাইশ
নেশার ট্যাকা না পাইলেই মারে।
অভাগার আবার সুখ-খোয়াইশ!
হুন রে স্বপ্না, দ্যাশের অব্যবস্থাপনার সামনে গিয়া খাড়া।
হুনছি, মইরা গেলে দশ-বিশ হাজার ট্যাকা দেয় নগদ।
বাড়ি ভাড়া, মুদির খাতা মিট্টা যাইব। তুইও মুক্তি পাবি।
খেয়াল কইরা খাড়াইস,
লাশ না মিললে ট্যাকাও মিলব না।