যে স্লোগান ছাড়িয়ে কাঁটাতার, জ্বালিয়েছে দ্রোহ।
কে? কোন আহাম্মক নসাৎ করতে চাস কন্ঠস্বর।
আফিম চুষে ভুলেছিস তুই বিগত ইতিহাস হায়!
চলুক গুলি, টিয়ার গ্যাস। তারুণ্য বক্ষ মেলে রয়।
আঠারো’তে স্বপ্ন বুনে, আঠারো’তে তারুণ্য।
আঠারো’তে
দ্রোহের আগুন, খাক করে দেয় থাবা।
যে স্লোগান জাগিয়েছে ঘুমন্ত জনতা।
সে স্লোগান বাজিয়েছে তারুণ্য ঝটিকা।
কবে? কার?
কামান, রাইফেল, বেয়নেট।
বুলেট, রকেট, সন্ত্রাস।
স্তমিত করতে পেরেছে?
তারুণ্য, ছারখার করে দেয়।
অনিয়ম, অন্ধকার, লালসা।
তারুণ্যে’র বুকে প্রেমময় জয়োচ্ছাস।
তারুণ্যে’র হাতে উদ্দিপ্ত মশাল।
তারুণ্যে’র চোখে সম্মুখের স্রোত।
তারুণ্য মাথা নোয়াবার নয়।
ত্রস্ত হও শাসক, ত্রস্ত হও সন্ত্রাস।
নড়বড়ে হয়ে আসছে দম্ভ তোমার।
তারুণ্য হাঁকছে স্লোগান, কন্ঠে দ্রোহ দোলে।
রাজপথে শোনা যায় পদধ্বনি।
অধিকারের মশাল জ্বলবেই তারুণ্যে’র হাতে।