উনুনে ফুটছে অভিমান। চলো তিস্তা, হারিয়ে যাই দূরে। আস্তিনে গোঁজা দুমুঠো ভালবাসা মেখে, সংসারে বিষাদের ছায়া হিম করে দিচ্ছে ঠোঁট। কোথাও মন বসছে না। না অফিসে, না আসরে। আত্মপ্রতারণা’র জুয়া, ক্রমাগত হারতে হারতে দম্ভ দেখিয়ে পালিয়ে বেড়াচ্ছি মূলত। নিজস্ব অসুখ পুষতে পুষতে ভায়োলিন পুড়তে থাকে নিঃসঙ্গতায়। দারুচিনি’র বয়ামে টুকরো জুড়ে স্পর্শে, নিষেধ মানে না নিকোটিন। লেপের নিচে, পায়ে পা না ঘষলে ঘুম আসে না। চলো তিস্তা, চূরমার ভালবেসে হারিয়ে যাই।
2021-06-24