বাংলা কবিতা, কতিপয় মেঘ কবিতা, কবি হাসান রাব্বি - কবিতা অঞ্চল
1.3/5 - (3 votes)

ষাড়ের লেজে বেণী বুনতে আঙ্গুলের পারদর্শিতা খোঁজে: ক্রমশ বিপদাপন্ন আয়ু।  ঈশাণ কোণে জমে স্তুতি চুইয়ে পড়া লালা। যারা শুকিয়ে আসে প্রভাতমুখী।

২.
সময়ের বুকে ভ্রমন শেষে ভ্রমর নিঃশর্তে চলে যায় অগোচরে। জেটবিমান দখল করে গুঞ্জন।

৩.
ভ্রম। মূলত, সিগন্যাল।  হাঁটে এবং হাঁটায়।

৪.
স্ক্রিপ্ট-রাইটার জানে – বিচ্ছেদের দাঁড়িকমা।

৫.
বন্দর জুড়ে ভেঁপু বাজিয়েছে যে, সমুদ্রের বুকে সেও ক্ষুদ্র।

৬.
মহাপ্রলয়ের ভঙ্গিমায় রাখাল তাড়িয়ে বেড়ায় ভেড়ার পাল। ভ্রমান্ডের সন্তানেরা ক্ষুধার্ত চোখে নেমে আসে মাটির কান্নায়।

৭.
ভুমিষ্ঠ করা জরায়ু ত্রস্ত সময়ে তোমায় শোনায় ঘুমপাড়ানিয়া সুর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments