রাইফেল – প্রেম নয়। স্বাধীনতা ও পরাধীনতার চিৎকার।
কাবুল – উপত্যকা ছেড়ে পালিয়ে আসা যুবতীর আশ্রয়।
“লাইফ ইজ ওয়ান কাইন্ডস অফ হাফ জার্নি।” – হাদিয়া নাজ। আপনার যাত্রা কি থেমে যাবে! এ যাপন – ভ্রমণ, অসমাপ্ত থেকে গেল আবারও।
শৈশবের অস্ত্র বিদ্যা – কোকেন মাফিয়া – উপত্যকা – বোরকা – কাবুল – স্বাধীনতা/অগ্রাসন – রাইফেল।
জুঁই ফুল ফুটেনি নাজ। ছিঁড়ে গেছে খুলি বুলেটে।
“লাইফ ইজ ওয়ান কাইন্ডস অফ হাফ জার্নি।”