রবি ও শশী
দিগন্ত জুড়ে রক্তপাতে
ডুবলো রবি সন্ধ্যাবেলা
দেখছে সে মেঘের সাথে
চাঁদের লুকোচুরি খেলা
আজন্ম এই ছাড়াছাড়ি
হৃদয় তবু তাকেই যাচে
কোন্ গ্রহে চাঁদের বাড়ি
শুনেছি পৃথিবীর কাছে
চাঁদ ছিলো মেঘে ঢাকা
অন্ধকারে ঝড়ের রাতে
মন জুড়ে শূণ্যতা খাঁ খাঁ
পথ হারালো উল্কাপাতে
সূর্যের মন ভালো নেই
সবার বেলায় সার্বজনীন
কাটছে বেলা প্রতিক্ষাতেই
তার বেলায় পর্দানশীন!
এক ঠিকানায় বসতবাটি
এক ঘরে বাসিন্দা দু’জন
আকাশ জোড়া শীতল পাটি
তবুও দেখা দেয় না সুজন