4/5 - (1 vote)

মায়ের মুখ
হাসান মাহমুদ

দেখলে সদা মায়ের মুখ
ঘুচে যায় সকল দুখ;
যত থাকে বেদনার রেশ
কেটে যায় দেখলে বেশ।
এই দুনিয়ায় মা জননী
সর্বেসর্বা নয়ন মনি;
নাই যার মা কাঙালিনী
সেই বুঝে মা যে কত খনি।
মা ছাড়া ভাই সবই অচল
থাকলে মা তুমি সচল;
সব ছাড়িলেও ছাড়িবে না মা
আগলে রাখবে জীবন ছা।
করো না মাকে কেহ অবহেলা
মা- ই তোমার এপার ওপার দু’বেলা;
থাকতে সবে করো যতন
মাকে সবে ভাবিও রতন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments