Review This Poem

প্রেমিক হতে পারলাম কই
হাসান মাহমুদ

সিংহল সমুদ্র পাড়ে দাঁড়িয়ে
এক ঝাঁক চিল দেখি উড়ে যেতে
কি অপরূপ সৌন্দর্য্যের ঘেরা
সোনালি সন্ধ্যা আর উড়ন্ত চিল
মনে হয় আমি প্রেমিক প্রেমে পড়ে গেছি
এরই মাঝে পাশ থেকে কে যেনো বলে উঠলো
আমায় একটু পাড় করে দিবেন
আমার ওপারে যেতে হবে
এমনি প্রেমিকের ঘোর কেটে গেলো
আর প্রেমিক হতে পারলাম কই,
তাকাতেই যেনো চোখ ধাঁধানো রূপ
এ যেনো সন্ধ্যা পরীর অলৌকিক ছন্দ
গোধূলি যেনো আলোয় ভরা
নদী যেনো পরিপূর্ণ জল ধারায়
এই বুঝি সব কিছুর প্রেমে পড়ে গেলাম
এমন টা ভাবতে ভাবতে কে যেনো বলে উঠলো
আপনাকে ধন্যবাদ!
আর প্রেমিক হতে পারলাম কই।

আনমনা ভাবনায় তাকিয়ে আছি
ভাবতে ভাবতে অন্ধকার নেমে এলো
জোনাকেরা গানের আসর জমালো
মিটি মিটি আলো আর স্নিগ্ধ সুর আমাকে বিমুগ্ধ করেছে
এই বুঝি আবার প্রেমে পড়ে গেলাম
কিন্তু না! হঠাৎ করে আবার ঘোর ভাঙল
কিসের যেনো শব্দ বলে উঠলো
কেউ কি আছেন একটু এদিকে আসবেন
বিমর্ষ দার্শনিকের চেহারা নিয়ে যেতেই
আবার দেখা সেই নদী পাড়ের যাত্রীর
আমায় দেখে চমকে উঠে বলে আপনি?
আমি বললাম যাইনি
বললাম কি হয়েছে? সে বললো ভয় করে যেতে তাই!
আমি কিছু না বলেই চেয়ে আছি
তার অন্ধকার মাখা রূপতত্ত্বের দিকে
তার সুর ছন্দ কন্ঠের দিকে
হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই বললো
ধন্যবাদ!
ধন্যবাদ শুনতেই ঘোর কাটলো
হুম বলে দাঁড়িয়ে আছি
আর প্রেমিকের ন্যায় মুচকি হাসি বিদায় দিলেম
আর প্রেমিক হতে পারলাম কই।।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments