5/5 - (1 vote)

দেখা দিয়ো
হাসান মাহমুদ

দেখা দিয়ো কোনো এক দুপুরে
স্নান করার আগে
মিষ্টি মুখে হাসি মেখে
সদ্য ফোঁটা বাগে।
তোমার হাসি দেখে আমি
মন জুড়াবো ঠাঁই
মন পবনের নাও ভাসিয়ে
তোমার গান গাই।

দেখা দিয়ো স্নান ঘাটে
ঘোমটা ফেলে রেখে
আউলা কেশে দেখবো তোমায়
নয়নে সুরভি মেখে।
লম্বা কেশ,চিরল দাঁত
টোল পড়া হাসি
ফরসা তনু, কুঁচকো ভুরু
নদী জলে ভাসি।
আয়নার মতো দেখবো আমি
তোমার উপমা প্রিয়
দেখা দিও একবার আমায়
আপন করে নিও।

দেখা দিয়ো লাল সূর্যে
পড়ে যাওয়া আলোতে
গল্প জুড়ে ধান বনে
ভরে যাবে কালোতে।
নিমেষেই ভুলে যাবো সব
অতীত স্মৃতি কথা
নতুন করে বলব তবে
জমানো পুরোনো ব্যথা।

দেখা দিয়ো প্রিয় তুমি
হাতে বালা চুড়ি
কানে দুল,নাক ফুলে
গলে হিরা জুড়ি।
নতুন সাজে দেখবো তোম
আঁখি ভরে মোর
আবদার করে বলেছি তবে
রাখিও মম আবদার।

দেখা দিয়ো প্রিয় গোধূলিতে
সাদামাটা আলোতে
সন্ধ্যার বাতি জ্বলা উঠনে
মম অচেতন আঙ্গিনাতে।
গ্রাম্য চপলা মেয়ের বেশে
সহজ সরল ভঙ্গিতে
সামনে এসে কথা দিয়ো
এই অবুঝ আমাতে।।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments