জ্যামিতিবক্সে যেমন যত্নে লুকিয়ে রাখে বালিকা
প্রেমিকের চিঠি, সব সমর্পণ থাকে নির্বেদে;
আমিও তেমনি লুকিয়ে রেখেছি আমার স্বপ্ন
নিদ্রিত করোটির সবখানে, গোপনে, যত্নে!
অবুঝ বালিকাটি প্রথম সঙ্গমে যেমন গন্ধ শুঁকে
তরতরি কাঁপে অজানা আশংখা আর সীমাহীন সুখে-
স্বপ্ন ভাঙ্গার ডরে, এ আকালে আমিও দিশেহারা
তেমনি কেঁদে উঠি, কেঁপে উঠি মাঝরাতে; একা।
2022-01-21