ভালবাসি বলেই সব সহ্য করি মুখ বুজে,
চোখ বুজে দ্বিধাহীন সব মেনে নিই যা -ই বল,
সাত চড়েও টু শব্দ নেই; ভালবাসি বলেই।
জেনে রেখো এ আমার দুর্বলতা নয়।
তুমি চাইলেই পায়ের নিচে পেতে দেই টগবগে ঘাড় ,
গ্রীষ্মকালেও অমন কুঁকড়ে থাকি,
হাত পা গুটিয়ে থাকি, বোবার মতো চুপচাপ,
যেন বধির আমি, জন্ম-অন্ধ ,
তোমার কথায় কথায় মাথা উপর নিচ নাড়ি,
এর শুধু একটিই কারন – “ভালোবাসি”।
ভালবাসি বলেই তোমার বিষাক্ত লালায়
ভিজাতে দিয়েছি আমার শিল্পিত দুচোখ,
কামড়াতে দিয়েছি দেবদারু আমার নমনীয় দশটি আঙুল
সব সমর্পণ করে নিঃস্ব হয়েছি ভালবাসি বলেই।
ভালবাসি বলেই তোমার লাথিগুলো চুম্বনের সামিল ভেবেছি।