তোমার কুৎসিত অতীত তোমাকে তাড়ায়-
হায়েনার মতো, দুঃস্বপ্নের মতো, মনস্তাপের মতো;
সহ্যের অনন্ত ভাঁড়ার আঘাতে চৌচির করে রোজদিন!
আশ্লেষে চুষে নেয় বর্তমানের সবগুলো সুখের পেয়ালা;
তোমার নোংরা অতীত খসে ফেলে আগামীর শুদ্ধতার তিল।
পুরোনো কাসুন্দি তোমাকে ভাবায়, যাতনা দেয়;
রোজ রাতে অনিদ্রা হয়ে আসে, অথবা মৃত্যু;
নাবালিকা মাতাল রাত প্রাচীন প্রলাপে ক্ষতবিক্ষত হয়,
সুখপাখিরে সীমান্তের কাঁটা তারে বিদ্ধ করে ধর্ষিত পারিজাত,
রক্তাক্ত করে; বয়ে যায় বিষন্ন প্রপাত!
আমি আর কতোটুকু মানুষ, কতোটুকু ঈশ্বর যে,
তোমার বাগানের সব ফুল ফুঁ দিয়ে গোলাপ বানাবো!