যদি দেখো, খুব কাছে আমি আর নেই।
জলে ডোবা পদ্মের মতো প্রিজমে বন্দি হয়েছি!
আমি নেই ঝরে পড়ে থাকা পাতাটির নিচে,
কবিতাও লিখি নাকো আর; যদি দেখো,
বহু বিঘ্নের কাছে নত করে টগবগে ঘাড়-
পরাজিত হয়ে আমি সত্যি হারিয়ে গেছি।
লোকালয়ে নেই যদি দেখো; রোদে ও রোদনে নেই,
স্থবির স্বপনে নেই, শব্দহীন শহরে নেই,
শংকিত পাহাড়ে নেই, শর্তের শাসনে নেই,
যদি দেখো, জিওল মাছের মতো নড়ে নাকো স্মৃতি!
আমি নেই, যদি দেখো, প্রলোভন প্রলেপে,
রাজনৈতিক মঞ্চে, কবিতা উৎসবে, মাজারের ওরসে,
বেদম ক্রন্দনে নেই, যৌনবেদনায় নেই, যদি দেখো;
কারও স্তুতিপাঠে নেই, নিন্দায় নেই, রটনা ঘটনায় নেই;
আমি আছি, জেনো, অনাহারের ষোলগুটি খেলায়!