তারপর দেখা হয়ে যাবে;
ঠোঁটের লিপস্টিক মুছে
বালিকা চুষবে ইগলু আইসক্রিম!
শপিংমলের চলন্ত সিড়িতে
হইচই করে ধরবে হাত,
ছুঁয়ে দিবে দুপুরের আঙ্গুল,
তারপর কথাবার্তাও কিছু হবে..
গোলাপি মাছের মতো সে ঘুমিয়ে পড়বে
আমার পুকুরের ঠিক মাঝখানে!
2022-01-21
তারপর দেখা হয়ে যাবে;
ঠোঁটের লিপস্টিক মুছে
বালিকা চুষবে ইগলু আইসক্রিম!
শপিংমলের চলন্ত সিড়িতে
হইচই করে ধরবে হাত,
ছুঁয়ে দিবে দুপুরের আঙ্গুল,
তারপর কথাবার্তাও কিছু হবে..
গোলাপি মাছের মতো সে ঘুমিয়ে পড়বে
আমার পুকুরের ঠিক মাঝখানে!