গতকাল তোমাকে মনেও করিনি, গতকাল চুপচাপ;
গতকাল ছিল সারাদিন জুড়ে অভিন্ন অনুতাপ।
গতকাল ছিল অভিমান মনে, রক্তিম উত্তাপ;
গতকাল কোন কবিতা আসেনি, মগজে ফসলি পাপ।
গতকাল কোন ছবিও আঁকিনি, গতকাল ছিল ঘোর-
গতকাল ছিল মৃত সোমবার, পাঁজরে বাজেনি সুর।
গতকাল কেবলি একলা আমার, গতকাল ইতিহাস;
গতকাল স্মৃতির উস্কানি ছিল; তাতেই সব্বোনাশ!
2022-01-21