মানুষ বিলীন হবে একদিন,
পশুপাখি থাকবে সেদিন নীরব
গাছা-পালা হয়ে যাবে নিস্তেজ।
সেইদিন মানুষের সব না পাওয়া মোহ
রবে শুধু স্মৃতির পাতায়।
সেই মায়াবতী সেদিন
তলিয়ে যাবে অদূরে মায়াবিহীন গ্রাসে।
সেই চায়ের দোকানে থাকবেনা সেদিন
চায়ের কাপে ঝড় তোলা সমালোচক।
রবে শুধু স্মৃতির পাতায়।
থাকবে না সেদিন কোন
রাঘব বোয়ালের শাসন।
সব শাসকদের নির্বিচারে মোড়ানো রচনা
আর সব ক্ষুদার্থের ক্ষুধা।
রবে শুধু স্মৃতির পাতায়।
স্মৃতির পাতা উল্টাতেই
ঝলসে উঠবে সব অকর্ম, ক্ষুধা, ইতিহাস।
জীবনের সময়টাতো বড় অল্প
তাই সহজেই তৈরী হয়
স্মৃতিয় মোড়ানো সেই পাতা।