একটু না হয় মেনে নিলে
চলার পথে আমার ভুল গুলো।
শুধরাতে পারিনা চেষ্টা তো করি,
আমার জন্য, এতটুকু কি বেশি না?
যে মানুষটি দিনের পর দিন
ঠিকানা বিহীন চলাফেরা করত !
যে মানুষটি ফেরি করে করে
মানুষের ঘরে ঘরে সুখ পৌছে দিত।
বিপদে যে সবার আগে ছুটে যেত
অথচ, দেখ, তার ঘরেই ছিল না।
তার খোঁজ কখনও কেউ রাখে নাই।
যেখানে সেখানে মরার মত পরে থাকতো।
জান তো, গান গেয়ে সবাইকে আনন্দ দিলেও
গানের পাখি কোকিলের কিন্তু ঘর থাকে না।
সেই মানুষটি আজ সন্ধ্যা হলে
ঘরে ফিরে, ভোরে ঘুম থেকে উঠে।
আর কত ভালো হতে বল,
সোনাকে পেটালে সুন্দর হয়
কাচকে পেটালে ভয়ংকর হয়,
তা তোমার জানার কথা।
যখন থেকে ভালোবাসতে শুরু করেছি,
পরনির্ভরশীল বালকের মতো হয়েছি।
কত অভ্যাসই না পরিবর্তন করেছি !
আর কত, এবার না হয় তুমি ভালোবাস।
কতকাল ধরে অপেক্ষা করছি,
চাতকেরও তো অপেক্ষার শেষ হয় !!