আধো আলো আধো অন্ধকার
নির্জন কুঠরিতে তুমি আমি।
অধর্য্য হৃদপিন্ডের স্পন্দন আর
মনে দোল খাচ্ছিল হরষিত উর্মি।
রুগ্ন শীর্ণ মানুষের হাতের মতন
কাঁপছিল আমার হাত।
শুরু হল এক নতুন জীবন
কেটে গেল অনেক অপেক্ষা রাত।
পিছনে পড়ে থাকলো অনেক স্মৃতি
অনেক প্রিয়মুখ শৈশব কৈশোর।
নিয়তির শিকলে বাঁধা পড়ল
সুখ দুখের অনেক গুলো প্রহর।
মাঝি নতুন গন্তব্যের উদ্দেশ্যে
পালে হাওয়া লাগিয়ে ধরলো হাল।
সুজোগ পেলে স্মৃতি গূলো উকি দেয়,
পরের গন্তব্য মহাকাল।