**শীতের কুয়াশামাখা ভোর**
কুয়াশার চাদর মোড়া
শীতের ভোর
শিশিরের বিন্দু বিন্দু
চিকচিক করে ফোটে।
গাছের ডালে ডালে
পাখির কলকাকলি
হৃদয় জুড়ে
নেয় আনন্দের ঝিলিমিলি।
মৃদু শীতল হাওয়া
সবুজ মাঠে বয়ে যায়
প্রকৃতিতে সৃষ্টি হয়
এক অপূর্ব দৃশ্যের সাজ।
কুয়াশার ভেতর দিয়ে
সূর্য উঠে আসে
এক নতুন দিনের
সূচনা করে।
শীতের কুয়াশামাখা ভোর
এক অপার সৌন্দর্যের লীলাভূমি
যেখানে প্রকৃতি
সেজে ওঠে এক নতুন রূপে।