শিরোনাম – যদি বন্ধু হও
লেখক – ফিরোজ মাহমুদ রনি
বন্ধু তুমি হাতটি বাড়াও
যেও না আমায় ভুলে,
হৃদয় মাঝে আছো তুমি
আছো সবকিছুর মূলে।
বন্ধু হলে তোমায় দেবো
ঘেরা সবুজ মাঠ,
তোমায় দেবো খোলা আকাশ
শান বাঁধানো ঘাট।
আসুক যতো লাঞ্ছনা আজ
হোক বিপদের আগমন,
হাতটা যদি বাড়াও বন্ধু
সব বাধা করবো দমন।
বলবে তুমি শুনবো আমি
তোমার সকল জ্বালা,
কথার পরে কথা দিয়ে
গাঁথবো দুঃখের মালা।
এদিক পানে চেয়ে দেখো
বাড়ালাম আমি হাত,
তুমি আমার বন্ধু হলে
যাবো তোমার সাথ।
তোমার আশায় বসে আছি
ছোট্ট ডিঙি নৌকায়,
তুমি বন্ধু সাথে থাকলে
আমায় আর কে ঠেকায়?