শিরোনাম – মরেও অমর হবে
লেখক – ফিরোজ মাহমুদ রনি
ক্ষণস্থায়ী মানব জীবন
দু’দিন আগে পরে,
জীবন আয়ু শেষ হলে
যেতে হবে মরে।
মরে গেলেও অমর আত্মা
রবে সবার সনে,
অমর আত্মার শ্রদ্ধা ভক্তি
করবে প্রতিজনে।
তোমার হৃদে প্রকৃত সুখ
আছে সুপ্ত বেশে,
খুঁজো ক্ষণিক বিবেক দিয়ে
ধরা দেব হেঁসে।
মানব সেবায় থাকলে কীর্তি
স্বরণ করবে সবে,
মরেও তুমি অমর হবে
করলে কিছু ভবে৷
সবাই তোমায় বাসবে ভালো
তুমি হবে দামী,
দো-জাহানে রাখবেন সুখে
তোমার জগৎ স্বামী।