শিরোনাম – মনের মানুষ
লেখক – ফিরোজ মাহমুদ রনি
স্বপ্ন ছিলো মনের মানুষ
মনের মতো হবে,
ভালোবেসে কাছে এসে
আমার হয়ে রবে।
মন খোঁজে মনের মানুষ
হৃদয় গহীন থেকে,
আবেগী এই জীবন চলে
স্বপ্ন রঙিন এঁকে।
আশায় কাটে জীবন খানি
মরছি খুঁজে দেশে,
যেথায় সেথায় ঘুরে হেনো
যেতে ভালোবেসে।
যার স্পর্শে দুঃখগুলো
চলে যাবে দূরে,
মন খোঁজে এমন মানুষ
জীবন দেবে ভরে।
হৃদয় দুয়ার খোলা রেখে
অনেক মানুষ চলে,
নিদ আসে না চোখে তার
কেমন করে বলে?
বন্ধু বেশে অনেকে আসে
থেকে যায় বন্ধু,
মনের মিলন হলে পরে
হয় সে ভবসিন্ধু।