4/5 - (1 vote)

শিরোনাম – বঙ্গের রবি

কলমে – ফিরোজ মাহমুদ রনি

মধুমতী নদীর তীরে
বঙ্গবন্ধু’র গ্রাম,
গোপালগঞ্জের সে শিশুটির
খোকা ছিলো নাম।

স্বপ্ন দেখে দামাল ছেলে
দেখবে ওদের শেষ,
শত্রু ঘাঁটি বিনাশ করে
স্বাধীন করবে দেশ।

বঙ্গের রবি সোনার ছবি
বিশ্ব সভায় মান,
রঙে রঙিন তোমার সবি
বিস্ময় ও মহিয়ান।

স্তব্ধ পুরো বিশ্ববাসী
হতবাক সেদিন রাতে,
কি শুনিলো বিশ্বের মানুষ
ভয়াবহ সেই রাতে।

জাতির জনক শহিদ হলো
১৫ ই আগষ্ট রাতে,
কলঙ্কের সুচনা সেইদিন
বুলেটের প্রতি টি আঘাতে।

হায়নারা সব জ্বলে উঠে
কেড়ে নিলো প্রাণ,
আগষ্ট মাসটা এলে পরে
শোকের বহে ঘ্রাণ।

আগষ্ট মানে হায়নাদের
দানবীয় প্রতিচ্ছবি,
আগষ্ট মানে ভরদুপুরে
অস্ত যাওয়া রবি।

পচাত্তরের ঘাতক যারা
কান পেতে সব শোনো
মুজিব আছে আজও বেঁচে
থাকবে মুজিব জেনো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments