অপকর্মে জীবন পথে
মরণ যদি আসে,
শুদ্ধ করো নিজের বিবেক
অনুতাপের শ্বাসে।
নিজ বিচারে ভাবলে দোষী
বিচার লাগে কিসে,
এতে করেই পেতে পারো
সঠিক পথের দিশে।
নিজের মনে প্রশ্ন করি
অন্যায়টা কার,
দোষী তুমি’ই রিপু যে কয়
বিবেক আছে তার।
বিবেক দিয়ে বিচার করলে
ভালো মন্দ চিনে,
বিবেক হারা মানুষ গুলো
দুধ বেচে মদ কিনে।
ভুল করিলে স্বীকার করা
হউক সবার নীতি,
সবার আগে নিজের ত্রুটি
মিলবে প্রেম প্রীতি।
আসুন তবে এক শৃঙ্খলে
চলি মোরা সবে,
খুনো-খুনি হানা-হানি
বিদায় নেবে তবে।