আইন-কানুন
দেশের আইন দশের শাসন
গরিব লোকের জন্য,
ধনী লোকে পাই না সাজা
হয় না দোষে গণ্য।
আইন কানুন নিয়ম-নীতির
ধারক-বাহক যারা,
আইনের শাসন সবার সমান
মুখে বলেন তারা।
বিচার চেয়ে গরীব কাঁদে
ধনী দেখে খেলা,
গরীব লোকে ধুঁকে মরে
চরম অবহেলা।
সততাও হার মেনে যায়
আইনের মারপ্যাঁচে,
ন্যায় বিচার অমাবস্যার চাঁদ
গরীর লোকের কাছে।
বিচারের রায় ঘোষিত হয়
টাকার মেজাজ দেখে,
অপরাধী’রা ছাড়া পেয়ে
ঘুরে আতর মেখে।