পড়ার নেশা হারাই, তোমায় দেখার বেলায়
দিন কাটে রাত যায় দুষ্ট খেয়ালিপনায়
রঙিন স্বপ্নে ডুবে চোখ রাখি জানালায়
এই বুঝি এসে তুমি ছুঁয়ে দিলে আমায়!
আলতো ছোঁয়ায় দিশা হারিয়ে ছুটে চলি অজানায়
কোথায় এর শেষ,কোথায় আমি যাই?
আমি কি তবে পাড়ি দিতে চলেছি অচিন ঠিকানায়?
অচিন দেশের প্রাচীর ঘেঁষে যদি ঘর বানাই
চালের তলায় আমার প্রেমের হবে তো ঠাঁয়?
সুখের আশায় প্রেমের নেশায় যদি তোমায় চাই
নিঃস্বার্থের পবিত্র দেহ দেবে কি আমায়?
পূত মনের পবিত্র দেহে যদি বিচরণের জায়গা চাই
সুশীল মনের আজ্ঞালিপি আর মিলেবে কি লাই?
প্রীতি মনে বিচরণে যদি সুখ পাই
যাবজ্জীবন কাটিয়ে তোমার ঠিকানায়!