চামড়ায় লেপ্টে থাকা মেহেদীর মতো ভেতর কামরায় লেপ্টে থাকে প্রিয়তম লাল;
সদ্য ফোটা গোলাপের মিষ্টি ঘ্রাণ হয়ে।
রোজ নিয়ম করে যেমন চারা বীজে পানি ঢালতে হয়,
তেমন করে আদুরে লালেরও প্রয়োজন হয় শুদ্ধ চুমুর!
প্রতি চুমুর সাথে যেন বাড়তে থাকে যাপনের আয়ু।
সেলাইমেশিনে বুনা নকশীকাঁথার মতো বুনা হয় যাপনের হলুদ সবুজ প্রেম।
বুক জুড়ে বিরামহীন উন্মাদনার আগুন;
আগুনে পুড়ে ছাই হচ্ছে সাদা কাগজে লেখা দূরত্ব।
রংচটা কল্পনার দেয়ালে রঙিন করে অঙ্কিত হয় লাল গোলাপীর মিলন চিত্র।
চোখের আয়নায় স্পষ্ট ভেসে উঠে – দিনের বুক থেকে খসে পড়া বিকেলের মতো দল বেঁধে অদৃশ্য হয়ে যাচ্ছে অপেক্ষারা;
লাল গোলাপী এসে গ্যাছে একে অপরের কাছাকাছি,খুব কাছাকাছি।
যতোটা কাছাকাছি হলে বুক থেকে হারিয়ে যায়- কালো আঁধারের ভয়, নীল ব্যথার আশঙ্কা;
উজ্জ্বল হয়ে জ্বলে শুধু প্রশান্তি আর আস্থার প্রদীপ।