কোমলমতি ধর্ষিতা,
শুনেছি, কোমল মাটির জমিতে বেড়ে ওঠা শস্যদানার উপর হিংস্র পশু আক্রমণ করেছে!
বিচার চাও?
কার কাছে চাইবে?
মাতাল পশু পালকদের কাছে?
বৃথা চেষ্টা কোরোনা!
বরং, কাঁধে জীবন্ত লাশ নিয়ে নীরবে হেঁটে যাও।
তাঁরা তোমার চিৎকারে খুঁজে পায়, সমুদ্র বালিকার কোমরে দুলতে থাকা বিছার ছলাত ছলাত মধুর সুর।
জঠর বেয়ে ঢিপঢিপ করে ঝরে পড়া রক্তে শুনতে পায়, নর্তকীর পায়ের ঘুঙুর থেকে ছিটকে পড়া মুক্তার টপটপ শব্দ।
আর্তনাদের সুর যেন বাতাসের সাথেই অদৃশ্য হয়ে যায়।
চোখের জলে কুড়িয়ে নেয়, পাহাড়ের শীতল ঝর্ণায় স্নানের সুখ।
বিচারের আবেদন পত্র পাঠ করতে বসে প্রেমাণু উপন্যাসের মুগ্ধতা নিয়ে।
অতঃপর,
শুভ্র দুধের গ্লাসে ঠোঁট ডুবিয়ে নিমিষেই গিলে ফেলো নিজেকে।