আমি নিজেকে ভালোবাসতে পারিনি!
অবহেলিত দেহ রক্তাক্ত করে ফেলে রাখ উত্তপ্ত বালুকাময় প্রান্তরে, যেন সূর্যের তাপে ঝলসে যায় দেহের চামড়া।
পাথর ছুঁড়ে ক্ষতবিক্ষত করে দাও এই হৃদয়— এখানে কখনো ভালোবাসা চাষ হয়নি।
তীর নিক্ষেপ করে অন্ধ করে দাও চোখ— এই আয়নায় বাস্তবতা দ্যাখা যায়নি।
ধারালো ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে দাও জিভ্— নিজেকে ভুলে নিরন্তর পাঠ করে যায় অন্যের দোষত্রুটি।
হাতুড়ি দিয়ে ভেঙে দাও হাত — সাদা কাগজে কখনো সত্যের কালি বসায়নি,বিপ্লবের গান লেখেনি।
অচল করে দাও দুটি পা— চিরকাল ন্যায়ের পথ’মাড়িয়ে অন্যায়ের পথে হেঁটেছে।