অন্ধকারে মুখর হতে চায়
-ফারুক সৈয়দ
মনের কোনে বড় করে আকা
ফ্রেমে তোমার ছবি।
অন্ধকারে মুখর হতে চায়
গোধুলির দু-মনা আলো-ছায়ায়
শাপলার নূতন ফুলের কাছে যেন
ফুটে উঠার সোহাগ জানায়।
মনে পরে? বেণী বাঁধতে বাঁধতে
বলেছিলে ‘খোলাচুলে ধরো না আমায়,
আমি শিল্পীর অনুপ্রেরণা নই –
শুধু তোমারই ব্যাক্তিগত কবিতা’।
আমার একান্ত ব্যাক্তিগত কবিতা
যদি হলে তবে কেন সোচ্চার
আবৃত্তিতে তোমার এতো আপত্তি।
অন্য জনের পাশে তুমি শুধু
স্বার্থপরের রসহীন প্রবন্ধ রচনা।
কাব্যের থানইটে দালান
গড়া যায় – ইমারত হয় না তৈরী।
হায় অবুঝ, মনে-হারানো ছবি তুমি
অক্লান্ত, পার ভাঙ্গার
অভিলাষে হানো বারবার,
চাঁদ তবু আসে যায় জোয়ার ভাটায়।
অক্টোবর ১৯৭৪
কোপেনহাগেন, ডেনমার্ক