বাংলা কবিতা, এক মুঠো ভালোবাসা কবিতা, কবি ফারজাদ সিরাজী - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

তুমুল বর্ষায় তোমার সাথে ভিজতে চাই।
পূর্ণিমার রাতে তোমার কাধে মাথা রেখে আকাশ দেখতে চাই ।
শীতের আমেজ তোমায় অনুভব করতে চাই।
গ্রীষ্মের তাবদাহে তোমার ছায়া হতে চাই।
যদি এটাই ভালোবাসা হয় তবে তোমায়
নতুন করে ভালো বাসতে চাই।
হ্যা ভালো বাসতে চাই

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments