Review This Poem

একটি কদম দোলছে কাবুল কাননে
দেখেনি দূরের রাডার কিংবা কোন অনুজীব ,
কৃষ্ণপক্ষে ফোটে সারি গান গেয়ে
শুধুই স্বদেশী প্রাণ গন্ধে মজে
শুক্ল পক্ষে ঘুরে নিজ গিরি গাঁয়ে ফুল-বায় বিলায়ে
মনে হয় প্রাচীন পিরিতি পাহাড়ি পান্না সনে ।
কদম কেশর কাঁপায় মিশ্র রাগে
কাবুল নদি হয়ে কোন কোন কেশর সাগরে মিশে
চুনি নীলা কদমের সাথে মিঠি মিঠি হাসে ;

কদমটি নিজবনে যেন শত শেরশাহ ,
কদমটি ইচ্ছা হলে বোমা হয়ে ঝরে সব বৈরী রথে
ভিসাহীন নীল ট্যাঙ্কে আর অসুর গগনে ।
কদম ভিন রঙে ভিন ঢঙে ফোটে আপন আদলে
সব দুরকীট কদম পাতায় বারবার ঝোলে ।
কদমে জমেছে ক্লান্তি কনা, কিছু কাদা ধুলি যেমন পরেছে চেরিতে
পশ্চিমে কিংবা উত্তরে
কদম স্নিগ্ধতা পাবে ডুব-স্নানে কাবুল নহরে কালে কালে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments