বলছি না ফিরে আসতে
ফিরবে না আমি জানি
শুধু চাই হাসি মুখটা তোমার
থাকুক চির সজীবতায়
তোমার হাসিমুখটাই আমার
বেচে থাকার মন্ত্রণা
শত কষ্টেও মাথা উঁচু করবার
একমাত্র প্রেরণা
যতসব যন্ত্রণা আজ
হার মেনেছে হাসিটা দেখে
সেই হাসিটা দেখে
হারিয়ে যাই,
আমি হারিয়ে যাই যত বিরহ ভুলে
যেখানে কোনো অভিযোগের স্থান নেই।
আজ তোমার উপর নেই অধিকার
তাই বলে এতটুকু আবদার
করতেই পারি তোমার কাছে
তোমার মুখে হাসি ফোটানোর কারণ
আমি নাহয় হলাম না
তবে যাকেই করো বরণ
তোমার মুখের হাসিটা যাতে
হারাতে না দেয়।