অসংখ্য কালো মেঘ জমেছে ওই নীল আকাশের বুকে,
মনটা তার হয়তো বেজায় খারাপ।
হয়তো ভুগছে কোন মনস্তাত্ত্বিক অসুখে,
যার পরিমাণ করা যাচ্ছে না পরিমাপ।
প্রকৃতির কোলে ঝড়,
আমায় ভাবাচ্ছে আমার শরীরের ১০২ ডিগ্রি জ্বর।
সকাল থেকেই ধুসর কালো আকাশ,
এই হয়তো নামলো বৃষ্টি।
ভাপসা গরম আর কালো মেঘের পরিহাস,
যেন নতুন ঝড়ের সৃষ্টি।
উতলা নদীতে ঝড়,
নৌকায় আমি সাথে আমার ১০২ ডিগ্রি জ্বর।