প্রাক্তনেরা সর্বদাই সুন্দর
সুন্দর তাদের চোখ, চুল, হাসিমাখা ঠোট।
পরনের রঙিনত্ব যেন রঙ্গিন জীবনেরই ঘোর
দেখে শান্ত মন হয়ে ওঠে ক্লান্ত, করে ছটফট।
প্রাক্তনেরা অপরূপ,
তাদের হাসি যেন কোকিলের চেয়েও শ্রুতিমধুর।
তার শব্দগুচ্ছ বাদে সবকিছুই নিশ্চুপ,
যেন কাবেরি,বেলা বোস কিংবা বনলতা এরা সামনে কিছুই না তার।
প্রাক্তনেদের থাকুক দোষ,
হোক খাটো, চিকন,মোটা কিংবা কালো।
যতই দোষ ধরুক মানুষ,
মোর কাছে লাগে ভালো।
পাইতে চায় মন নতুন করিয়া তার হাতের ছোয়া,
আবার ভয় লাগে।
পুরনো সেই আগুনের পরশ ছোয়া,
পিছুটান ফেলে ভাগে।
এটা কি বোধগম্য তোমার,
ওহে মায়াবী, সুন্দরী, উত্তম রমনী।
যদি হইতে পুরোপুরি আমার,
কাটতে পারিতাম তোমার কথায় হাতেরো ধমনী।