Review This Poem

তোমারে যেদিন থেইকা হারাইলাম,
লেখালেখির ভাষাও কেমন জানি হারাইয়া গেসে।
লেখার শব্দ খুইজা পাইনা,
ছন্দের ও কোন তালমিল পাইনা।
শব্দের উগোইর কেমন জানি ফাকা ফাকা লাগে।

তোমারে হারাইলাম না যেন নদি থেইকা পানি হারাইয়া ফেলাইসি,
জীবনের কোন স্রোত খুইজা পাইতাসি না।

সূর্য হইতে আলো সরাইয়া নিলে যেরম সূর্যের কোন দাম নাই,
আমার থেইকা তুমি সইরা যাওনে আমার ও এহন কোন দাম নাই।

তোমার হাতের শুটকি মাছের তরকারির যেই স্বাদ মুখে লাইগা আসে,
সেইদিন পাশের বাড়ির লিয়াকত চাচার পোলার বিয়ার খাওনও কেমন জানি পাইনসা লাগসে।
তোমারে হারানোর পর মুখের স্বাদ ও হারাইয়া ফেলাইসি।

বোতলের সেন্টের গন্ধ আর নাকে লাগে না,
তোমার শরিরের ঘ্রাণ এখনো নাকে লাইগা আসে।

আধাঘন্টা ধইরা কাগজ কলম নিয়া বইসা আসি
কিছু লেখার লাইগ্যা,
কিন্তু তোমারে হারানোর পরে লেখার ভাষাও হারাইয়া গেসে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
কবিতা অঞ্চল
Editor
2 years ago

কবিতা অঞ্চলে স্বাগতম।