রক্তিম সূর্যটার একদিন অস্ত ঘটবে।
অন্যের জীবন আলোকিত করে ক্লান্ত হবে সে।
কুয়াশা কিংবা মেঘের মাঝে নয়,
বিরতিহীন যাত্রার শেষে কৃষ্ণ গহব্বরের মাঝে হারিয়ে যাবে।
বিষ্ময়কর জিনিসটি জানেন?
অগ্নি পিন্ডটিও অন্যের দহন সহ্য করে।
তাকেও পুরতে হয়, সিকতে হয় অন্যের অগ্নিশিখায়।
সে যেমন পরিচালক, তেমনি পরিচালিত।
যেমন শাসক, তেমনি শাসিত।
অন্যের চোখে সে সীমাহীন, বিস্তৃত।
নিজের কাছে অসীম বিশ্বেও, সে সীমাবদ্ধ।
জলজ্যান্ত, প্রানবন্ত বস্তুটি প্রাণহীনতার স্বাদ গ্রহণ করবে।
অর্থপূর্ণ জীবনের তেতোমিঠা অভিজ্ঞতার শেষে, অর্থহীন জীবনে পরিনত হবে।
অবশেষে ক্ষতবিক্ষত জর্জরিত হয়ে নিরুদ্দেশ হবে অজ্ঞাতকুলশীল সূর্য।
ক্লান্ত কায়া হবে শান্ত,
চিরস্থায়ী নিন্দ্রা হবে ধার্য