আমি তোমার থেকে অনেক দূরে যেতে চাই,ততটা দূরে।
যতটা হলে তোমার বিপদ দেখলেই দৌড়ে না আসা যায়।
দূরে যেতে চাই, ততটা দূরে
যতটা হলে তোমাকে হারানোর ভয় থাকবে না।
হতে হবেনা অপমান, হারাবেনা সম্মান।
তোমার থেকে দূরে যেতে চাই,
যেন আমাকে গুরুত্ব না দিলেও অভিমান দেখানোর সুযোগ না পাই।
আমি দূরে যেতে চাই,
যেন আমার কারনে তোমার ব্যাক্তিগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত না হয়।
যেন কষ্ট দিতে না পারি তোমায়।
দূরে যেতে চাই,
যেন আমার কথা না শুনলেও আমি কষ্ট না পাই।
চলে যেতে চাই,
যেন আমার চেয়েও ভালো কাউকে আপন করে নিতে পারো তুমি।
যেন তুমি ভালো থাকো।
যেন শান্তি পায় তোমার মন, পূরণ হয় সকল ইচ্ছে তোমার।
তুমি ভালো থাকো, কাটুক গ্লানি গুলো তোমার।
তাই চলে যেতে চাই
চলে যাই,
যেতে চাচ্ছি তাই।
2024-09-24