কেউ কথা রাখলো না
কেউ পাশে থাকলো না
কেউ মনে রাখলো না
বন্ধু সহদেব কে দিলাম ফোন
সে ব্যস্ত সর্বক্ষণ।
কেউ কথা রাখলো না
কেউ পাশে থাকলো না
ক্রিং ক্রিং যাচ্ছে কল,
বন্ধু সুমন বড্ড বিরক্ত
তার নানান অযুহাত ছল।
কেউ কথা রাখলো না
কেউ পাশে থাকলো না
বন্ধু সালমান কে দিলাম ফোন
সে কল কল কেটে দেয় সে পেয়েছে আজ লোন।
কেউ কথা রাখলো না
কেউ পাশে থাকলো না
বন্ধু আশিক কে দিলাম ফোন,
নাটক-অভিনয়ে ব্যস্ত সে
সে বুঝলো না আমার প্রয়োজন।
কেউ কথা রাখলো না
কেউ পাশে থাকলো না
কারো প্রতি কোন রাগ নেই
আসলে আমি রিক্ত
তাই সবাই আমার প্রতি বিরক্ত……