দুঃখের জোয়ারে ভাসাইলাম নাও
পাইনি খুজে তোমায়,
তুমি সখী কোন নদীতে
তোমার তরী বাও।
সাত রঙা ওই রংধনুতে
হারাইছো নাকি,
তোমারে ভালোবাসার
এখনো অনেক বাকি।
তোমারে খুজেছি আমি
জোৎস্না রাইতের আলোয়,
তোমায় যদি পাই গো সখী
ঘটিয়ে দিবো প্রলয়।
তোমায় নিয়া দিবো পাড়ি
ঐ দূর তেপান্তর,
তোমায় বাধি রাখবো সখী
মনেরই ভিতর।
ভালো আমি বাসবো সখী
শুধুই তোমারে,
যতনে তোমায় রাখবো সখী
মনের গভীরে।