প্রিয়,
তোমার মৃত্যু আমায় এতোটাও শোক দেয়নি
যতটা দিয়েছিলো তোমার চলে যাওয়া,
রোজ হয়তো ফুল হাতে দাঁড়িয়ে থাকবো ঠিকই
তবে একরাশ অভিমান নিয়ে কিছুই হবেনা চাওয়া।
প্রিয়, চেয়েছিলাম তুমি মরে যাও
তোমার ঠোঁট গুলো পিপড়ায় খাক
তবু অন্য কোনো পুরুষ নয়
তবে কখনোই চাইনি তা যেনো পূরণ হয়।
তুমি চাইলেই পারতে আমার হতে
ক্ষুদ্র এই হ্রদয়ে অমর হয়ে থাকতে,
পারতে এ বুকের গভীর ক্ষত
ভালোবাসা দিয়ে ঢাকতে।
প্রিয়, তুমি ছিলে রাজ্যবিহীন এক মুকুটহীন রাণী
ছিলে যেনো মায়ায় ভরা এক অবাক করা নারী
না জেনে তুমি নিয়েছো সারাজীবনের আড়ি
যদি বুুঝতে তবে কখনো ফেরাতে পারতে না জানি।