রাত জেগেছেন কোনোদিন?
দরকার পড়েনি কখনো,
আজ না হয় জাগেন কিছুক্ষণ
ভোরের অনেকটা বাকি এখনো।
দুচোখ ভরে কখনো রাতের আকাশ দেখেছেন?
আকাশ দেখে কি হবে?
একদিন সময় করে দেখে নিবেন,
বুঝবেন ভালোলাগার শুরু হলো সবে।
আজকের চাঁদটা দেখেছেন?
আমি জানালা বন্ধ করে ঘুমাই।
একটু খুলেই নাহয় দেখুন আজ,
মুগ্ধতায় ছেয়ে যাবে আপনার চোখের ভাজ।
তারাগুলো ছড়িয়ে আছে পুরো আকাশ জুড়ে,
তো আমি কি করতে পারি?
বারান্দায় গিয়ে উপভোগ করুন,
ভালো না লাগলে নিবেন না হয় আড়ি।
অনেক কিছুই তো জানলেন আর করলেন বাড়াবাড়ি,
এবার আমি কি কিছু জানতে পারি?
কি জানতে চান বলুন তবে?
শেষ রাত জেগেছিলেন কবে?
হয়তো বছর দুয়েক হবে।
চলুন না হয় আজ একসাথে রাত জাগা যাক
বলার সাধ্যি নেই মোর, ‘আজ না হয় থাক।’