মনে পড়ে?
শেষবার মুক্ত আকাশ কবে দেখেছিলে
বাতাসে উড়ে আসা ফুলের সেই গন্ধ বুকভরে কবে টেনেছিলে,
শান্ত কোলাহল মুক্ত শহরে কবেই বা বাস করেছিলে
অথবা পাখির কিচিরমিচির আওয়াজে কবেই বা জেগেছিলে।
মনে পড়ে?
ছোট্টবেলায় সেই স্কুল পালানোর স্মৃতি
অসুস্থতার ভান করে নিয়েছ কত ছুটি,
আম কুড়ানোর দিনগুলো আজ নেই বললেই চলে
এখনকার শিশুরা শুধু দোলনায় হেলে দুলে।
ছোট্টোবেলার বন্ধুরা সব হারিয়ে গেছে অতীতে
যেতে চাইলেও পারিনা আর বিকেল কিংবা নিশি তে,
সবাই এখন ব্যস্ত অনেক দূষিত শহরের ভীড়ে
কেও আর যায়না এখন সেই শান্ত নদীর তীরে।
আমরা পেয়েছি কোলাহল মুক্ত কত স্মৃতি আর পরিবেশ
এখন আর নেই তার কোনো বিন্দুমাত্র রেশ,
আমরা এখন সবাই নেতা গর্ব করি বেশ
যাচ্ছে চলে অন্ধকারে আমাদের সোনার বাংলাদেশ।