কুয়াশায় ছেয়ে গেছে আকাশ
বিষাদে পড়েছে আমার মন,
এ রাত যেনো আজ হবেনা শেষ
থেকে যাও আর কিছুক্ষণ।
যেতে চাইলে বাধবোনা তোমায়
চোখ ভেজা মোর আঁখির মায়ায়,
যাবে যদি যাও তবে
বলে যেও, ফের আসবে কবে!
বলো যদি আসবোনা আর ফিরে
থমকে গেলেও মানিয়ে নিবো ধীরে,
বলবোনা কভু এসো তুমি আবার
আমি বেঁচে থেকেও মরে যাবো বারবার।
তুমি একদিন ঠিকই আসবে জানি
ফেরাতে চাইবে আবার মেনে শত গ্লানি,
তখন রইবেনা আর কিছু বাকি
মনে রেখো, আমি না, তুমিই দিয়েছিলে ফাঁকি।