বলেছিলে ফিরে আসবে
তাই আমি অপেক্ষায় ছিলাম,
বলেছিলে ভালোবাসবে
তাই আমি কাছে এসেছিলাম।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
আজ আমি খুব ক্লান্ত,
হারিয়ে যাওয়ার সীমান্ত পেড়িয়ে
তুমি হওনি পরিশ্রান্ত।
বিদায় বেলায় বলেছিলে
যেনো ভালো থাকি,
অবুঝ আমি বুঝিনি তখন
দিয়ে যাচ্ছো ফাকি।
এরপর!
এরপর কেটে গেলো কত সহস্র কাল
তুমি হীনাই কাটিয়ে দিলাম
কত স্নিগ্ধ বিকাল।
এখন আমি তোমায় প্রায় ভুলেই গিয়েছি
কিছু স্মৃতি শুধু বাচিয়ে রেখেছি
জানি তুমি আর আসবেনা ফিরে
এ মনের সাগর পরিমাণ দুঃখের ভীড়ে।
যদি তুমি ফিরেও আসো কোনোদিন
দেখতে পাবো হয়তো তোমায় খুব রঙিন,
তবু তোমায় দু চোখ ভরে দেখবোনা
তোমার সাথে আমার আর ভালোবাসা হবেনা।