চলো আজ ভেঙে দেই সকল বাধা
হয়ে উঠি সর্বনাশী,
পৃথিবী আজ ক্ষুদায় কাতর
হয়ে যাবে সর্বগ্রাসী।
সবে মিলে চলো নিয়ম ভাঙি
ঘুম থেকে হও জাগ্রত,
এখনই সময় তৈরী হওয়ার
নাহয় পৃথিবী হয়ে যাবে বিধ্বস্ত।
খাওয়া হবে না আর অপরাজিতা
যদি মেনে নিতে হয় পরাজয়,
যদি বসে থাকো চুপ করে
মেনে নিবেনা তা বিধাতা।
ছোট ডিঙি নিয়ে দেব সাগর পাড়ি
হয়ে উঠবো উপচে পড়া ঢেউ,
যদি ভেসে যাও স্রোতের টানে
থামাতে পারবে না কেও।
থেকোনা আর বাধায় আটকে
গর্জে উঠো হে তরুণ,
যদি না পারো বিজয় আনতে
দাবানলে তুমি পড়বে ছিটকে।
হয়ে উঠো তুমি বীর মহিয়ান
কাজ আছে যে মেলা,
এখনই সময় তৈরী হওয়ার
গড়িয়ে যাচ্ছে যে বেলা।