আচ্ছা কাল না হয় কালো শাড়িটাই পড়ে এসো
হাতে পড়ো কাচের চুড়ি আর কপালে টিপ কালো,
আসতে যদি দেরীও হয়
রাগ না করে একটু ভালোবেসো।
কালো শাড়িতে তোমায় বেশ মানায়
তুমি সত্যিই আজ সেজেছো একি মায়ায়,
চোখে কাজল আর মাথায় খোলা চুল
তোমার ওই মায়ায় পরে আমি করবো শত ভুল।
বৃষ্টির রাতে চলে এসো অন্ধকার এক মোড়ে
দুজন মিলে ভিজবো অনেক পুরো শহর ঘুরে,
নিয়ন আলোয় দেখে তোমায় পাইনি কিছু ভেবে
ভেজা চুল আর কালো শাড়ির মায়ায় গেছি ডুবে।
ওই কালো শাড়ির ভাজে আমি গেছি হারিয়ে
কাল না হয় ভালোবাসাটা দিও বাড়িয়ে,
যদি আমি রেগে থাকি, পড়ে এসো শাড়ি
খুব করে বকে দিলেও নিবোনা আর আড়ি।
লাল আর নীলেই কি শুধু ভালোবাসা রয়,
কালোও তো কতটা মায়ায় জড়ানো হয়।