বৃষ্টি হচ্ছে চলুন না একসাথে ভিজি,
থাক না হয় আজি,
পরে যদি আর সুযোগ না পাই
হয়ে যান না রাজি।
আপনি বরং একটা কাজ করুন
কি করতে হবে বলুন!
আপনার ওই নীল ছাতার নিচে করে
আমায় বাড়ি নিয়ে চলুন।
একসাথে যাবেন?
তবে আর বলছি কি!
রিক্সায় যাবেন?
হেটে গেলে মন্দ হয় কি?
হাটতে কষ্ট হচ্ছেনা তো
কষ্ট হবে কেনো?
এই যে ভিজে রাস্তায় হাটছেন
আবার শাড়ি পড়ে আছেন।
না না প্রায়ই হেটে যাই
আমার বাসা এইতো কাছে,
তাহলে বলবেন মাঝে মাঝে
আমিও না হয় গেলাম হেটে পাশে।
আচ্ছা এক কাজ করলে কেমন হয়,
কি কাজ বলুন!
ছাতাটা আকাশে ছুড়ে দিন
ভিজিই না হয় কিছুক্ষণ।
আপনার ঠান্ডা লাগবেনা তো
আমার লাগলে আপনারও লাগবে হয়তো,
না না আমার ঠান্ডা লাগবে কেনো
আহহা! শীতলমানব যেনো!
এত কথা বলছি কেনো,
তোহ মুখ বন্ধ করে বসে থাকি,
বসে থাকার কথা কে বললো
বৃষ্টি সারাদিন থাকবে যেনো!
চলুন তবে ছুড়ে ফেলে দিয়ে ছাতা
মানবো না আজ আর কোনো বাধা,
রাখবো না আজ কোনো পিছুটান
আপনার সাথেই না হয় ভিজি কিছুক্ষণ।